লেখক পরিচিতি

সুবোধ সরকার

Follow me here

সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এই লেখকের জন্ম পশ্চিমবঙ্গে। তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয় সত্তরের দশকে। কবিতার জন্য দেশ বিদেশে সফর করেছেন তিনি। Fullbright Scholarship পেয়ে তিনি অধ্যাপনা করেছেন আমেরিকার IOWA বিশ্ববিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের কবিতা একাডেমির সভাপতি তিনি। পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন কবি সুবোধ সরকার। ডি লিট উপাধি পেয়েছেন গৌরবঙ্গ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। ‘দ্বৈপায়ান হ্রদের ধারে’ কাব্য গ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তাঁর  উল্লেখযোগ্য কবিতার বইগুলোর মধ্যে কিছু হল, ভালো জায়গাটা কোথায়? মনিপুরের মা, বৈশাখী ও বব ডিলান, ঋক্ষ মেষ কথা। এখন পর্যন্ত ৩২টি কাব্যগ্রন্থ লিখেছেন তিনি।

পাঞ্চালি দত্ত Follow me here পাঞ্চালি দত্ত,বাসস্থান কলকাতা. হ্যাংলা হেঁশেল ম্যাগাজিনের প্রতিবেদক। বিভিন্ন টিভি চ্যানেল এ কুকিং শো করে থাকেন। হেংলা হেঁশেলের রেস্তোরায় বিশেষ মেনু নিয়েও কাজ করে থাকেন।
মুহম্মদ নূরুল হুদা

Follow me here

জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৪৯। গ্রাম পোকখালী, জেলা দরিয়ানগর-খ্যাত কক্সবাজার। মূলত কবি। তবে কথাসাহিত্য, মননশীল রচনা, অনুবাদ, লোকসাহিত্য, মেধাস্বত্ব ইত্যাদি বিচিত্র বিষয়ে লেখেন। প্রকাশিত গ্রন্থ-সংখ্যা শতাধিক। তিনি বাংলা একাডেমীর ফেলো, জেনেভাস্থ ওয়াইপো-র কনসালট্যাণ্ট, আমেরিকান ফোকলোর সোসাইটি, আই.এস.এফ.এন.আর, এশিয়াটিক সোসাইটিসহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য। তাঁর কবিতা বিশ্বের নানাভাষায় অনূদিত। কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন প্রায় অর্ধশত পুরস্কার ও সম্মাননা। তার মধ্যে উল্লেখযোগ্য : আলাওল পুরস্কার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার , আইএসপি পয়েট অব ইন্টারন্যাশনাল মেরিট (যুক্তরাষ্ট্র), তুরস্কের প্রেসিডেন্ট সম্মাননা, নজরুল পুরস্কার , রূপসী বাংলা জীবনানন্দ পুরস্কার , কারুভাষ বিনয়মজুমদার কবিতা পুরস্কার এবং সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ অর্জন করেছেন। কুশলী সাহিত্য সংগঠক জনাব হুদা বর্তমানে বাংলাদেশ রাইটার্স ক্লাব ও নান্দনিক কবিতা-আন্দোলন কবিতাবংলা-র সভাপতি।
নন্দিনী নাগ

Follow me here

জন্ম, বেড়ে ওঠা নদীয়ার কৃষ্ননগরে।বর্তমানে কলকাতা নিবাসী। অ্যাস্ট্রোফিজিক্সে ডক্টরেট করে শিক্ষকতাকে পেশা করলেও নেশা লেখালিখি। গল্প উপন্যাস প্রবন্ধ সব আঙ্গিকেই লেখনী সমান সচল। ‘অবিশ্বাসীর ঈশ্বর সন্ধান’ গ্রন্থের জন্য ২০১৭ সালে বাংলা আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

শাহাব আহমেদ Follow me here ১৯৬২ সালে বিক্রমপুরে জন্ম। সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে অনার্স সহ মেডিকাল ডিগ্রি অর্জন করেন ১৯৮৯ সালে। কানাডার মন্ট্রিয়েল শহরে বাস করেন ৪ বছর। ২০০০ সাল থেকে আমেরিকায় শিশু চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত বই সমূহ- “অদৃশ্য মূষিক এক”, “লেনিনগ্রাদের চিঠি”, “কলেজের দিনলিপি”, “দশজন দিগম্বর একজনসাধক”, “তিথোনসের তানপুরা”, “হিজল ও দ্রৌপদী মন।”
বীথি চট্টোপাধ্যায়

Follow me here

কবি বীথি চট্টোপাধ্যায়ের জন্মস্থান কলকাতা। তিনি বরানগরের রামেশ্বর বালিকা বিদ্যালয় থেকে স্কুল শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত  বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৭৮ সালে স্নাতক হন। তাঁর জীবিকা শুরু হয় সাংবাদিকতা দিয়ে। কবির প্রথম কবিতা ছাপা হয় দেশ পত্রিকায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘আগুন রঙা  আলপনা, বাগান পোশাক, ‘প্রানাধিকেষু ‘ ইত্যাদি। কবিতা ছাড়াও তিনি লিখেন ছোট গল্প ও উপন্যাস।
বিনায়ক বন্দ্যোপাধ্যায়

Follow me here

বিনায়ক বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি কবি| তার কবিতার সংগ্রহগুলির মধ্যে রয়েছে নেহাত গরিব নেহাত ছোট দাঁড়াচ্ছি দরজার বাইরে যতটুকু মেনে নিতে পারো তুমিই প্রাণ তুমিই পর, পতাকা নয় দিগন্ত অন্যান্যদের মধ্যে যারা সমালোচনামূলক মনোযোগ এবং জনসাধারণের প্রশংসা পেয়েছে| তিনি একজন সুপরিচিত পদ্য লেখক| তিনি কৃতিত্ব পুরস্কার এবং বাংলা একাডেমী শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন|
গৌতম দত্ত

গৌতম দত্ত দীর্ঘদিন ধরে লিখছেন। বাংলা কবিতার জগতে সুপরিচিত। ‘উড়ালপুল’ নামের একটি পত্রিকা সম্পাদনা করেন।

নাহিদা আশরাফী

Follow me here

একজন কবি, গল্পকার ও সম্পাদক। বাংলাদেশে জন্ম এই লেখকের গল্প কবিতা মিলিয়ে গ্রন্থ সংখ্যা আট। মায়াবৃক্ষ, জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা, এপিটাফ, প্রেম নিয়ে পাখিরা যা ভাবে এর মধ্যে উল্ল্যেখযোগ্য। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক গল্প সংকলন ‘মুক্তির গল্পে ওরা এগারোজন’ ও ‘বিজয়পুরাণ’ নামে দুটি গ্রন্থ সম্পাদনা করেছেন। সাহিত্য পত্রিকা জলধির সম্পাদক নাহিদা আশরাফী সম্পাদক ও লেখক হিসেবে দেশে ও দেশের বাইরে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন বহুবার।
ইন্দ্রনীল সেনগুপ্ত

Follow me here

ইংরেজিতে স্নাতকোত্তর ইন্দ্রনীল সেনগুপ্ত সচিব পর্যায়ের আধিকারিক (আই/এ/এস) হিসেবে অবসর গ্রহণ করেন ২০১৩ সালে। লেখালেখির সূত্রপাত মূলত ২০১০ সাল থেকে। তাঁর লেখায় খুবই সরল আঙ্গিকে উঠে আসে এক গভীর জীবন বোধ। অসংখ্য কবিতা গল্প প্রবন্ধও ফিচার লিখেছেন। স্মৃতিচারণামূলক একটি গ্রন্থ (টুকরোগুলো) ছাড়াও পাঁচটি কাব্যগ্রন্থ (বিকেলে হ্রদের ধারে, জিরাফের বাগান, তারাজন্মের দিকে, জ্বলন্ত গিটার, মৎস্যকন্যা) আছে তাঁর। ভারত, বাংলাদেশ ও বিদেশের নানা পত্রপত্রিকা, ওয়েবজিন ও লিটল ম্যাগাজিনে তাঁর লেখা কবিতা গল্প প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে দেশ, কৃত্তিবাস, শারদীয়া আনন্দবাজার, শারদীয়া বর্তমান, সন্দেশ, সুখী গৃহকোণ, হ্যাংলা হেঁশেল, অনুষ্টুপ, দুকূল (ইউ এস), প্রবাসবন্ধু (ইউ এস), ভাষানগর, কবিতা পাক্ষিক, কবিকল্প, যুগসাগ্নিক, একদিন পত্রিকা (চিত্রাঙ্গদা ও নবপত্রিকা) দৃষ্টি (বাংলাদেশ), দৈনিক সংবাদ (বাংলাদেশ) ইত্যাদি। কাব্যগ্রন্থ জ্বলন্ত গিটারের জন্য টার্মিনাস নির্মল কুমার সমাজদার স্মৃতি সম্মাননা পেয়েছেন ২০১৮ সালের মে মাসে। বর্তমানে তিনি কবিতা পরবাসে কাব্য সংকলনের সম্পাদক এবং যুগ সাগ্নিক পত্রিকা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি।
এলা বসু Follow me here বাংলা কবিতার এক নতুন রূপের খোঁজে আন্তরিক কবি এলা বসু। বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন লিখছেন। স্বাভাবিক সহজতা এবং ব্যতিক্রমী প্রকাশভঙ্গির জন্য তাঁর কবিতা পাঠক-মনের খুব কাছাকাছি।স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে পেয়েছেন ‘যুগ সাগ্নিক শারদ সম্মান। প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর কবি পেশায় শিক্ষিকা। নিয়মিত রবীন্দ্রসংগীত চর্চাও করেন; স্বনামধন্য শিল্পী প্রবুদ্ধ রাহার সুযোগ্যা ছাত্রীl
রেহান কৌশিক

Follow me here

বাড়ি – পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ ভারত। জনপ্রিয় কবি। সমান দক্ষ গদ্যেও। সাংবাদিক হিসাবে জীবন শুরু করলেও লেখার তাগিদে সেই কাজ থেকে সরে এসেছেন।এখন লেখাই প্রধান কাজ। পনেরো বছর বয়সে প্রথম কবিতা ছাপা হয় কলকাতা থেকে প্রকাশিত ‘পড়াশুনো’ পত্রিকায়। তারপর থেকেই কবিতা প্রকাশিত হতে থাকে দেশবিদেশের বিভিন্ন পত্রিকায়। আনন্দবাজার পত্রিকা, দেশ, সানন্দা, অদ্বিতীয়া, গণশক্তি প্রভৃতি পত্রিকায় লিখে থাকেন। কবিতা ছাড়াও লেখেন ছোটগল্প, গানের কথা। প্রকাশিত বই চোদ্দোটি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল – মেহগনি মেমোরিজ, password জাগো, ছায়ানর্তক, ধুলোখেলা, হে বিষাদ ছুঁয়ে থেকো, ভালোবাসা ভালো, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ওড়ে চিঠি তোমার শহরে, মাটিদেশ। শিশুকিশোরদের জন্য লিখেছেন পাখি বিষয়ক একটি বই – এসো পাখি চিনি। বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে একটি যৌথ কাব্যগ্রন্থ – সীমান্ত এবং দুই ডানা। অন্যান্য বহু স্বীকৃতি ছাড়াও ধুলোখেলা কাব্যগ্রন্থের জন্যে পেয়েছেন ‘বাসুদেব দেব সংসদ সন্মাম ২০১৪’। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়ো- সোশ্যাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে পেয়েছেন ‘ইবরাড সন্মান ২০১৬’।

জয়তী রায়

Follow me here

জন্ম কলকাতায় হলেও কাজের সূত্রে ঘুরে বেড়াতে হয় দেশ বিদেশে। কখনো আমেরিকা তো কখনো থাইল্যান্ড কিংবা লন্ডন। আদতে নিজেকে ভ্রামণিক বলতেই ভালবাসেন। মানুষের মনস্তত্ব নিয়ে কাজ করা যদি পেশা হয় তাহলে নেশা হলো নানান বিষয়ে লেখালেখি। গল্প,প্রবন্ধ ও পৌরাণিক চরিত্র কথনের আঙিনায় অবাধে বিচরণ করেন তিনি। রামায়ণ ও মহাভারতের চরিত্র বিশ্লেষণে বিশেষ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অল্প সময়েই। পেশার চাপ সামলেও কলকাতার বহু নামী পত্রিকায় লেখেন নিয়মিত। এছাড়াও লেখেন নানান ওয়েব পত্রিকায়। প্রকাশিত বই “সুপ্রভাত বন্ধুরা”, “ব্রহ্মকমল”, “দ্রৌপদী” ও “ছয় নারী যুগান্তকারী”। শেষোক্ত বইটি ২০১৯ এর বইমেলায় পত্রভারতীর পক্ষ থেকে প্রকাশিত হয়ে অল্পদিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। দেশ পত্রিকার অনুগল্প প্রতিযোগিতায় প্রথম দশজনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। টার্মিনাসের তরফে পেয়েছেন পুরস্কার। আমন্ত্রিত অতিথিরূপে সম্মাননা পেয়েছেন ত্রিপুরায় দুই বাংলার সাহিত্য শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে। বিভিন্ন স্কুলে মহাভারত নিয়ে বক্তব্য রাখার ডাক পড়ে মাঝে মাঝেই।

কাজ করেন মূলত মানুষের মন নিয়ে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে জীবনের প্রতি অফুরন্ত ভালবাসা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তাকে অনুপ্রেরণা দেয় প্রতিনিয়ত।

পূরবী বসু

গল্পকার ও প্রাবন্ধিক পূরবী বসুর জন্ম বাংলাদেশে।দীর্ঘদিন ধরে বিজ্ঞানচর্চার পাশাপাশি করেছেন সাহিত্যচর্চা। তাঁর সাহিত্যকর্মের জন্য ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে অর্জন করেন বাংলা একাডেমি পুরস্কার।

আনোয়ার ইকবাল

পেশায় একজন সফল আর্কিটেক্ট আনোয়ার ইকবালের লেখালিখির সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। পদ্য এবং গদ্যে সমান পারদর্শী। বর্তমানে ওয়াশিংটন ডি সি বইমেলার কর্ণধার।

মোহাম্মদ ইরফান

মোহাম্মদ ইরফানের জন্ম চট্টগ্রামে, থাকেন ক্যালিফোর্নিয়া। কাজের ফাঁকে গল্প লিখেন মাঝে মাঝে।

Copyright © 2023 অপারবাংলা