poem-protiksha-bandhobi প্রতীক্ষা-বান্ধবী রতনতনু ঘাটী দিগন্তে কেউ লিখেছিল কে বা জানে প্রতীক্ষা আর বান্ধবী একই মানে। বসতে বললে একই কথা বলে সেও, ‘আমার নামটা জানিও না কাউকেও!’ প্রতীক্ষা কাল এসেছিল রাত্তিরে কথা না বলেই কেন যে গিয়েছে ফিরে সে কথার মানে বোঝাই যায়নি বটে জনপদে তবু প্রতারক নামই রটে। আমি প্রতারক? বলুক এ কথা কেউ? আছড়ে মারব সাত সাগরের ঢেউ তার কমনীয় মুখশ্রীটুকু পরে— সে থাকুক দেখি আমার এ কুঁড়েঘরে! প্রতীক্ষাকেও কতদিন ধরে চিনি কথা দিলে আমি কথা রাখি চিরদিনই। তবুও আকাশে কেন ফুটে ওঠে ছবি চারিদিকে লেখা ‘বান্ধবী! বান্ধবী!’ এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা পূর্ববর্তী সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
বাহ্, বাহ্ দারুণ কবিতা।
আমি নিয়মিত অপারবাংলা পড়ি।