poem-kichu-noukar-nongar

কিছু নৌকার নোঙ্গর
শিহাব সরকার


অন্ধকারে ছাড়াবাড়ি। বাগানে তক্ষক। বৃদ্ধ
বাদুড় ঝুলছে গাছে গাছে
বাগানের অশরীরীরা কেউ আশি, নব্বুই
একশ’ পেরুলে কেউ কেউ ফিরে আসে।

ফের মানবজন্ম, ফের একাত্তর, যুদ্ধ
তারপর শত্রুর বাঙ্কারে লাফিয়ে পড়া
বেয়নেট, ব্রাশফায়ার, জয় বাংলা-
সেইদিন বাংলাদেশ ছিলো বধ্যভূমি

গ্রামে গ্রামে, নদীতীরে ফায়ার-স্কোয়াড
লাশ পড়ে ছিলো গোপাটে, খালে
বীরেরা ফিরে আসে প্রতি মার্চে ডিসেম্বরে
আসবে ফিরে এবারেও, আসতেই হবে।

চিলেকোঠার স্টেনগান থেকে মরচে
ঝরে যাবে, বুলেট ছুটবে। যেরকম
একাত্তরে। ক্যাম্পফায়ারে জ্বালাবো আগুন
কিছু নৌকার নোঙ্গর তোলা আজও বাকি

সূর্যঘড়ির বালু ঝরে যাচ্ছে, ঝরে যায়।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *