একবিংশ শতাব্দীর আতঙ্কের নাম করোনা ভাইরাস!
এই আতঙ্ক আমাদের কুরে কুরে খায়
হাহাকার চক্ষুস্থির দীর্ঘ দীর্ঘশ্বাস বুকে জমা
একাকী সময় কাটে বদ্ধ গৃহকোণে;
তবুও আতঙ্ক ডাকে
তবু কৌতূহলী মন সন্তর্পনে পায়চারি করে বারান্দায়
ঘরে ঘরে কী অনর্থ হাহাকার ওঠে!
মানুষ পৃথকসত্তা- পৃথিবীর ভার কাঁধে হাঁটে সন্তর্পনে
মনে হয় বেড়ে গেছে মানুষের কর্ম পরিধিও;
করোনা এমন ব্যাধি, এমন আতঙ্ক-প্রতিনিধি
শতাব্দীর শীর্ষে লেখা থাকবে এ-নাম উজ্জ্বল অক্ষরে!