বিষধর কবিতা
বাশার মাহফুজ
মনিকার চোখ থেকে ছিটকে পড়ছে সাদাকালো প্রচ্ছদ
মলাট খুলতেই ছোবল দিচ্ছে অসংখ্য বিষধর কবিতা
মধ্য বয়স দাঁড়িয়ে আছে আমাদের চৌরাস্তায়
নীল বিষে দংশিত হচ্ছে মানবিক সেলাইঘর।
আমরা মনিকাকে মনে করে একদিন সাপলুডু খেলেছি
কথার টেবিলে
মনিকার চোখে তখন লাল সূর্য-আগুনমুখী বাতাস
জলের মতই ভেসে যাওয়া দুপুর-সমুদ্দুর।
মনিকার ঠোঁট স্পর্শ করতে চেয়ে বহুরাত ঠোঁটকে কেউ রেখেছে পিপাসিত।
হয়তো মনিকা তাকে দেখেও না দেখার ভান করে কাটিয়েছে সময়।
মনিকার চোখে আমার চোখ পড়ত প্রায়শ
আমি মনিকাকে একটা সুনিবিড় হাসিতে দেখেছি বহুকাল।
মনিকা আমার ক্লাসমেট
মনিকা আমার বন্ধু।
আজ বহুকাল পর মনিকাকে দেখি রাস্তায় দাঁড়িয়ে
অনেকগুলো রাস্তা জড়ো করে বসে আছে
মনিকার চোখে ত্রিভুজ এঁকে যায় মধ্যাহ্ন
মনিকার চোখে আমার প্রিয় ক্লাসরুম খুঁজি
অষ্টম শ্রেণীর অপূর্ণ সিলেবাস খুঁজি
তবু, আমি মনিকাকে চিনতে পারিনা
মনিকারা একদিন অপরিচিত হয়ে যায়!
বাশার মাহফুজ
মনিকার চোখ থেকে ছিটকে পড়ছে সাদাকালো প্রচ্ছদ
মলাট খুলতেই ছোবল দিচ্ছে অসংখ্য বিষধর কবিতা
মধ্য বয়স দাঁড়িয়ে আছে আমাদের চৌরাস্তায়
নীল বিষে দংশিত হচ্ছে মানবিক সেলাইঘর।
আমরা মনিকাকে মনে করে একদিন সাপলুডু খেলেছি
কথার টেবিলে
মনিকার চোখে তখন লাল সূর্য-আগুনমুখী বাতাস
জলের মতই ভেসে যাওয়া দুপুর-সমুদ্দুর।
মনিকার ঠোঁট স্পর্শ করতে চেয়ে বহুরাত ঠোঁটকে কেউ রেখেছে পিপাসিত।
হয়তো মনিকা তাকে দেখেও না দেখার ভান করে কাটিয়েছে সময়।
মনিকার চোখে আমার চোখ পড়ত প্রায়শ
আমি মনিকাকে একটা সুনিবিড় হাসিতে দেখেছি বহুকাল।
মনিকা আমার ক্লাসমেট
মনিকা আমার বন্ধু।
আজ বহুকাল পর মনিকাকে দেখি রাস্তায় দাঁড়িয়ে
অনেকগুলো রাস্তা জড়ো করে বসে আছে
মনিকার চোখে ত্রিভুজ এঁকে যায় মধ্যাহ্ন
মনিকার চোখে আমার প্রিয় ক্লাসরুম খুঁজি
অষ্টম শ্রেণীর অপূর্ণ সিলেবাস খুঁজি
তবু, আমি মনিকাকে চিনতে পারিনা
মনিকারা একদিন অপরিচিত হয়ে যায়!
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন