ভাঙা জাহাজের খোলে
বুদ্বুদের বেলুন নিয়ে
খেলতে থাকা অবোধ মাছেরা
মরে যেতে থাকে।
বারান্দার কার্নিশ থেকে পড়ে
গাড়ির চাকায় পিষ্ট
একটি বাদামদানার মতো
চৌচির হয় সুগন্ধি ফুলের টব।
পাতাহীন ডালে ঝুলে থাকে
পাখির কঙ্কাল;
ফুলেরা ভুলে যায় পরাগায়নের স্মৃতি।
দাঁতাল দুপুরের ঘায়ে
বাবুই পাখির বুক
বজ্রাহত মাঠ হয়ে যায়।
উপন্যাসের শেষ অধ্যায়ের দরোজা
আর খোলা হয় না কখনোই।