ক্যারেন প্রেসের কবিতা
অনুবাদ: হামিদ রায়হান
ক্যারেন প্রেস বর্তমানে ফ্রিল্যান্স সম্পাদক ও লেখক হিসেবে কাজ করছেন। দক্ষিণ আফ্রিকান লেখকদের জন্য গঠিত একটি জাতীয় পরামর্শ ও তথ্য পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ‘রাইটার্স নেটওয়ার্ক’ – এর প্রতিষ্ঠাতা সদস্য।
ক্যারেন প্রেস দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ১৯৫৬ সালে জন্ম গ্রহণ করেন। গণিত ও ইংরেজির শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন, এবং ১৯৮১ থেকে বয়ষ্ক ও উচ্চ শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। তাঁর সাতটি কবিতার বই বেরিয়েছে এবং একই সঙ্গে টেক্সটবই ও গণিত, বিজ্ঞান, অর্থনীতি এবং ইংরেজি-শিক্ষার উপর তাঁর অনেক প্রবন্ধ রয়েছে। এছাড়া শিশুদের জন্য গল্প, সিনেমার স্ক্রিপ্ট এবং প্রবীণদের যারা পড়তে শুরু করেছেন, তাদের জন্যও তিনি লিখেছেন।
ক্যারেন প্রেসের প্রথম কবিতার বই ১৯৮৯ সালে বেরোয়। এর নাম সিরেনের গান (কুহকিনী নারীর গান); একই সালে বেরোয় আমি কুয়াবানতো লাবানতো। এরপর ১৯৯১ সালে বেরোয় ব্রেইকিং দ্য সাইলেন্স, লাইক অ্যা হাউস অন ফায়ার (১৯৯৪), দ্য হার্ট ইন এক্সাইল (১৯৯৬), মাই আফ্রিকান ওয়ার্ল্ড। ক্যারেন প্রেসের অন্যান্য কবিতার বই হলো: ইমাজেন্সী ডিক্ল্যারেশনস (ইনজিড ডি কুকের সঙ্গে যৌথভাবে প্রকাশিত কবিতার বই, ১৯৮৫), দিস উইন্টার কামিং (১৯৮৬), দ্য কফি সপ পোয়েমস (১৯৯৩) ইত্যাদি।
প্রাচুর্যের চিহ্ন
কিভাবে জানলে তুমি?
আমি খুঁজি তাদের এখন
কারণ তাদের আমার প্রয়োজন
জেন জীবনীগ্রন্থ,
হরওইটজের গানের সংকলন।
নৈঃশব্দ্যেই তুমি শান্তি প্রতিষ্ঠা করেছিলে
কিন্তু তোমার উষ্ণ গাউনের পরিত্যাগ করলে সেসব
এবং ছুঁড়ে ফেলে দিলে পাতলা কাগজে মোড়ে দূরে
পকেটের সঙ্গে মিলিয়ে নিলে শুষ্ক হওয়া পর্যন্ত।
এই সঙ্গে আমি স্মরণ করছি বাদ্যযন্ত্রটি যা তুমি বিক্রি করে দিয়েছিলে
আমার জন্মের পূর্বে
এখন যখনি আমি শুনি
জানি আমি হাঁটছি সঠিকপথে
আমি অন্বেষণ করি এবং দেখি, তুমি আকাশে আছো
তার দিকে হেঁটে প্রত্যাশা করছো কোনকিছু
ক্যারেন প্রেস দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ১৯৫৬ সালে জন্ম গ্রহণ করেন। গণিত ও ইংরেজির শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন, এবং ১৯৮১ থেকে বয়ষ্ক ও উচ্চ শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। তাঁর সাতটি কবিতার বই বেরিয়েছে এবং একই সঙ্গে টেক্সটবই ও গণিত, বিজ্ঞান, অর্থনীতি এবং ইংরেজি-শিক্ষার উপর তাঁর অনেক প্রবন্ধ রয়েছে। এছাড়া শিশুদের জন্য গল্প, সিনেমার স্ক্রিপ্ট এবং প্রবীণদের যারা পড়তে শুরু করেছেন, তাদের জন্যও তিনি লিখেছেন।
ক্যারেন প্রেসের প্রথম কবিতার বই ১৯৮৯ সালে বেরোয়। এর নাম সিরেনের গান (কুহকিনী নারীর গান); একই সালে বেরোয় আমি কুয়াবানতো লাবানতো। এরপর ১৯৯১ সালে বেরোয় ব্রেইকিং দ্য সাইলেন্স, লাইক অ্যা হাউস অন ফায়ার (১৯৯৪), দ্য হার্ট ইন এক্সাইল (১৯৯৬), মাই আফ্রিকান ওয়ার্ল্ড। ক্যারেন প্রেসের অন্যান্য কবিতার বই হলো: ইমাজেন্সী ডিক্ল্যারেশনস (ইনজিড ডি কুকের সঙ্গে যৌথভাবে প্রকাশিত কবিতার বই, ১৯৮৫), দিস উইন্টার কামিং (১৯৮৬), দ্য কফি সপ পোয়েমস (১৯৯৩) ইত্যাদি।
প্রাচুর্যের চিহ্ন
কিভাবে জানলে তুমি?
আমি খুঁজি তাদের এখন
কারণ তাদের আমার প্রয়োজন
জেন জীবনীগ্রন্থ,
হরওইটজের গানের সংকলন।
নৈঃশব্দ্যেই তুমি শান্তি প্রতিষ্ঠা করেছিলে
কিন্তু তোমার উষ্ণ গাউনের পরিত্যাগ করলে সেসব
এবং ছুঁড়ে ফেলে দিলে পাতলা কাগজে মোড়ে দূরে
পকেটের সঙ্গে মিলিয়ে নিলে শুষ্ক হওয়া পর্যন্ত।
এই সঙ্গে আমি স্মরণ করছি বাদ্যযন্ত্রটি যা তুমি বিক্রি করে দিয়েছিলে
আমার জন্মের পূর্বে
এখন যখনি আমি শুনি
জানি আমি হাঁটছি সঠিকপথে
আমি অন্বেষণ করি এবং দেখি, তুমি আকাশে আছো
তার দিকে হেঁটে প্রত্যাশা করছো কোনকিছু
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন