poem-bodh

বোধ
অয়ন বন্দ্যোপাধ্যায়

নাভিমূলে কুণ্ড আছে। সে-কুণ্ডের নীচেই জ্বালানি…
রক্ত-ক্কাথ-মূত্র-মল সব জ’মে বয়ে যায় প্রেম—
ডালে ঘি-ফোড়ন দাও। ধারদেনা ক’রে যাহা আনি।
আদর হরমোননীতি। সম্পর্কেও থাকে কিছু ক্লেম।

# #

তা’ সত্ত্বেও দিব্যি হয়। তার মানেই নয় ভরপুর।
কেএফসি… টু বেডরুম… হোন্ডাসিটি… উইন্ডো শপিং…
জীবন আছে কি শুধু এইখানেই? হুট বলতে ট্যুর?
বাঁ-বুকে হৃৎপিণ্ডলাল। সে-হৃদয়ে সবুজ ফড়িং।

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

1 thought on “poem-bodh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *