poem-ekdin

একদিন
মধুমিতা ভট্টাচার্য

একদিন কুয়াশা জমিয়ে মেঘ লিখব
বৃষ্টি আঁকব ঝমঝম সারারাত
কাগজের নৌকায় সমুদ্র ভেঙে
খানখান করব, পাগল
ঝিনুক দরজায় মুক্তোদানার চারচৌকাঠ
গেঁথে দেব দেওয়াল বরাবর,
একদিন জলসই হবো শালুকবনে
ফণা মেলে বিষ ঢালব বুকে, কালনাগিনী
ও আমার ব্যথাবাউলের একতারাগান
তোর চোখের পাতায় বুলিয়ে দেব পঞ্চমীচাঁদ
মোহন ছলাকলা জলের আয়না
একদিন থৈ থৈ খই-পথে উড়িয়ে দেব
আলতাছাপ, ফুলগয়না
লকলকে আগুনপৃষ্ঠায়
ছবি জ্বালাব হু হু
লিখে দেব দু ফোঁটা অমৃত-গন্ডুষ
পিছন ফিরবনা আর
আর ফিরবনা…
একদিন।



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *