চলে যাওয়া— ১
সুদীপ্তা চট্টোপাধ্যায়
স্মৃতির মধ্যে এখনো নড়েচড়ে ওঠে
সেই বাড়িটা,
পূবের জানলায় হঠাৎ ঝড়ের পূর্বাভাস
উড়ে আসা হলুদ কাঁঠালপাতা
আর তোমার না বলে চলে যাওয়া
ঘরে ফেরা পাখপাখালির ডানায়
অপেক্ষার ক্লান্ত বিকেল
শ্মশানের দীর্ঘ শূন্য চরাচরে
পড়ে আছে ইহজীবনের সব দায়
দিনগুলি এখন আর্দ্র
ভেতর ঘরে অবিরত ঝরে
শ্রাবণের টিপ টিপ বৃষ্টি
চলে যাওয়া— ২
———————
যে চলে গেছে,
সে ভ’রে থাকে চারিদিকে
যেন অযুত আলোর তরঙ্গ
যেন শিবালয়ে ওঙ্কার ধ্বনি
আমি দু হাত পেতে চেয়ে থাকি,
অ-দেখা স্বর্গের কথা ভাবি
কনে দেখা আলো শেষে
চেনা পৃথিবীর শ্রান্ত বুকে
রাত নামে
আমিও ক্লান্ত হই
তোমাকে দেখার উপলক্ষ
আর কোনদিন আসে না।
চলে যাওয়া— ৩
———————
চিতা কাঠ থেকে পরমায়ু পুড়িয়ে
নির্বিকার উড়ছে চিতাভস্ম
ধীর লয়ে মিশে যাবে পঞ্চভূতে
চলে যাবে, দূর থেকে দূরে
উড়ে যাওয়া শুকনো পাতার মতো
আলো জ্বেলে রাখা ঘর
গোছানো সংসারের টুকিটাকি ফেলে
একদিন এভাবেই হারিয়ে যাবো, দূরে
ভাসতে ভাসতে ধরাছোঁয়ার বাইরে
স্মৃতি থেকে খুলে যাবে উষ্ণতা
তীব্র সত্যের মত মৃত্যু খুঁটে নেবে
আমার শেষ নিঃশ্বাসের আলো॥
সুদীপ্তা চট্টোপাধ্যায়
স্মৃতির মধ্যে এখনো নড়েচড়ে ওঠে
সেই বাড়িটা,
পূবের জানলায় হঠাৎ ঝড়ের পূর্বাভাস
উড়ে আসা হলুদ কাঁঠালপাতা
আর তোমার না বলে চলে যাওয়া
ঘরে ফেরা পাখপাখালির ডানায়
অপেক্ষার ক্লান্ত বিকেল
শ্মশানের দীর্ঘ শূন্য চরাচরে
পড়ে আছে ইহজীবনের সব দায়
দিনগুলি এখন আর্দ্র
ভেতর ঘরে অবিরত ঝরে
শ্রাবণের টিপ টিপ বৃষ্টি
চলে যাওয়া— ২
———————
যে চলে গেছে,
সে ভ’রে থাকে চারিদিকে
যেন অযুত আলোর তরঙ্গ
যেন শিবালয়ে ওঙ্কার ধ্বনি
আমি দু হাত পেতে চেয়ে থাকি,
অ-দেখা স্বর্গের কথা ভাবি
কনে দেখা আলো শেষে
চেনা পৃথিবীর শ্রান্ত বুকে
রাত নামে
আমিও ক্লান্ত হই
তোমাকে দেখার উপলক্ষ
আর কোনদিন আসে না।
চলে যাওয়া— ৩
———————
চিতা কাঠ থেকে পরমায়ু পুড়িয়ে
নির্বিকার উড়ছে চিতাভস্ম
ধীর লয়ে মিশে যাবে পঞ্চভূতে
চলে যাবে, দূর থেকে দূরে
উড়ে যাওয়া শুকনো পাতার মতো
আলো জ্বেলে রাখা ঘর
গোছানো সংসারের টুকিটাকি ফেলে
একদিন এভাবেই হারিয়ে যাবো, দূরে
ভাসতে ভাসতে ধরাছোঁয়ার বাইরে
স্মৃতি থেকে খুলে যাবে উষ্ণতা
তীব্র সত্যের মত মৃত্যু খুঁটে নেবে
আমার শেষ নিঃশ্বাসের আলো॥
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন