poem-cold-case

কোল্ড কেস
চৈতালী চট্টোপাধ্যায়

আগুন সবকিছু পুড়িয়ে দেয়।
অন্ধকার ঘর। বীর্য। রক্ত। খুনের মোটিফ।
মানুষের মেরুদণ্ড। টিঁকে-থাকা।
দিস্তা-দিস্তা এভিডেন্স। ক্ষতবিক্ষত যৌনাঙ্গ।
পা-চাটা কুকুর। পস্টারিটি।
মহৎ মিছিল। শয়তানদের চালাকি।
সব পোড়ে। আর, বারবার
অ-য়ে অজগর আসে। আ-য়ে আম খায়।
সত্য পোড়ে না। সে উঠে দাঁড়ায়।
তারপর খেলা ঘুরে যায়।



এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *