সুন্দর হেঁটে যাচ্ছে
আশরাফুল আলম
এখানে সবুজের বাড়ি, পাখিদের নদীদের
একখানে বেড়ালের মত অলস রোদ
শুয়ে থাকে চারিদিকে,
চারুশুদ্ধ জ্যোৎস্নার নদী বয়ে যায়,
কিছু ধুলো, কিছু ঘাসেও বসে থাকে সুন্দর।
এখানে সুন্দর হেঁটে যায় সুন্দরের পাশে।
চোখ হাঁটছে, আনন্দ হাঁটছে
নিবিড় হাওয়ারা হেঁটে বেড়াচ্ছে পাতার ফাঁকে
পাতারা হাঁটছে হাওয়ায়
মেঘ হাঁটছে নীল পথে, নীল হাঁটছে মেঘের আড়ালে
নদী হাঁটছে জলের উপর, জল হাঁটছে নদীতে
ফুলগুলো হাঁটে রঙের উপর, রঙেরা হাঁটছে ফুলের বুকে
এখানে বসন্ত হেঁটে যায় দখিনা বাতাসে
দখিনা বাতাস হাঁটে বসন্তে
বৃষ্টিরা হেঁটে বেড়ায় মেঘে, মেঘ হেঁটে বেড়ায় বৃষ্টিতে
পাখিরা হেঁটে যায় বাতাসে, বাতাস হাঁটছে পাখির ডানায়
বাউল হেঁটে যাচ্ছে গানের ভেতর
গান হেঁটে যায় একতারায়
এখানে সুন্দর হেঁটে যায় সুন্দরের পাশে।
শুধু মানুষ যখন যায়, পাশে থাকে অমানুষ
অমানুষও হাঁটে মানুষের সাথে
তবুও মানুষ
মানুষের সাথে
মানুষের পাশে
মানুষের কাছে হেঁটে যায়।