দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা | এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
শেষচুম্বন ও মৃত্যুঅসীম সাহা
[করোনা-আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ডাক্তার প্রেমিক-প্রেমিকার জন্য]
তোমাদের দুচোখে স্বপ্ন ছিলো জীবনের।
তবু জীবন এখন স্বপ্নের শেষপ্রান্তে পদ্মপাতায়
বিন্দু বিন্দু শিশিরকণার মতো দুলছে।
তারপর পাতা থেকে গড়িয়ে গড়িয়ে
বিজ্ঞানের সকল সত্যকে অস্বীকার করে
উঠে যাচ্ছে তোমাদের চোখের পাতায়!
ছায়ামূর্তির সংযুক্ত প্রতিবিম্বের ভেতর
মুখোমুখি দাঁড়িয়ে আছো তুমি এবং সে।
আর ঠিক এক ঘণ্টা!
ঘড়ির কাঁটা দুলছে, পেন্ডুলাম দুলছে হৃৎপিণ্ডের মতো।
মুখোমুখি তোমরা দুজন।
গভীর নিশ্বাস!
হাসপাতালের নিভৃত কক্ষে শুধু দুজন।
আর মাত্র এক ঘণ্টা!
ছায়ামূর্তির মতো মৃত্যু এসে সামনে দাঁড়াবে দরোজায়।
মুখোশ পরিহিত কয়েকজন স্বর্গদূত ঘিরে রাখবে তোমাদের।
তোমার ভয় পেলে না, নিষ্পলক চোখের পাপড়িতে
দুটি গোলাপকাঁটা বিদ্ধ হলে জ্বলে উঠলো চোখ।
তবুও তোমরা ভয় পেলে না!
পরস্পর আরো কাছাকাছি হলে
তোমাদের উষ্ণ নিশ্বাসের ভেতর দিয়ে হেঁটে যেতে লাগলো
সম্ভাবনাময় দুটি হাহাকার!
তোমাদের চোখ বুজে এলো।
মৃত্যু নিশ্চিত জেনেও তোমরা শেষবারের মতো
চুম্বনে সিক্ত করলে তোমাদের জীবন।
ঠিক এক ঘণ্টা পর তোমাদের মৃত্যু হলো!