দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা | এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
কবি ও পাঠকবীথি চট্টোপাধ্যায়
গল্পগুচ্ছে জমে আছে বহু অনাদরভরা ধুলো ;
ঝরে পড়ে থাকে উদ্ধৃতি আর কাব্যগ্রন্থগুলো।
#
কলেকস্ট্রীটের ভিড়-কোলাহল ; প্রেসিডেন্সির গেটে
রবি ঠাকুরের পাতা উল্টোয়; ফুটপাত হেঁটে হেঁটে।
#
অনেক কিছুই ভুলে যেতে পারি শহরের পথে নেমে
হে কারুবাসনা, জীবন মরণ নিঃশেষ প্রেমে প্রেমে।
#
কী বলেছিলেন গীতাঞ্জলিতে আমাদের মনে থাকে?
কড়ি ও কোমল অন্ধকারের আড়ালে নিজেকে ঢাকে।
#
ফ্লাই ওভারের দিগন্ত ছুঁয়ে শহরের উচ্ছ্বাসে,
রবি ঠাকুরকে সত্যি ক-জন মন থেকে ভালবাসে?