মেঘের বিকেল
ঋজুরেখ চক্রবর্তী

মেঘের বিকেলগুলি রমণীয় ব্যর্থতার গল্পকথা জানে।
আত্মজীবনীর মতো নীচু রঙে আঁকা
যেকটি তরুণ রেখা এখনও সমান পটু আলাপনে,
তারা মনে রাখে
সেই কোন অমল আলোয় দেখা
আদুর কিশোরী গায়ে ডোরাকাটা ইস্তিরিবিহীন শাড়ি
আলগোছে আটপৌরে আদরে জড়ানো─
আতপ কামনা আর পরম বিষাদে একাকার সেই
স্মৃতিপাত্রে এখনও তেমনই মেঘ
অর্জনের মতো শান্ত, স্থির আর পূর্ণ হয়ে আছে।

মেঘের বিকেলগুলি তাই এত মৃত্যু-অনুষঙ্গময়, একা─
নশ্বর গল্পের কাছে রমণীয় ব্যর্থতার ঋণ এতখানি,
এতখানি উদার শোকের বেলা অর্জনের মতো,
এতখানি মগ্নতার অরূপ আশ্রয়।

তুমি যে বিহ্বল হবে, বিষাদ জেনেছ সুকুমার?
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2025 অপারবাংলা