শ্লোক
গিরীশ গৈরিক

এই অভিধানে গুড় জাতীয় কোনো শব্দ নেই
কেননা তার বাড়ির পাশে খুনি পিঁপড়েদের বসবাস।
যৌনতাত কিংবা মহুয়াবসন্ত শব্দবীজ বুনতে পারে
কিন্তু কলসির তলা ফুটো হলে – কৌমার্য ঘুঙুর আর বাজে না।
এ সকল বিষয় অধ্যয়ন করে বুঝেছি – জন্মদাগ ঘষে ওঠানো যায় না
বিষয়টা বাহিরের নয় – ভেতরের।
কপালের ভাঁজ গুনে জীবনের অর্থ না জানলেও
খেজুরগাছের খাঁজ গুনে বলতে পারি তার বয়স কত।
কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারি
কাঁদতে পারা মানুষের একটি বড় গুণ।
যদিও আমি জন্মের সময় কাঁদিনি বলে – মা জ্ঞান হারিয়েছিলেন
যেমন জ্ঞান হারিয়ে ফেলে – ব্যবচ্ছেদবিদ্যায় ব্যবহৃত ব্যাঙ।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা