বিদ্যাসাগর
মৃত্যুঞ্জয় দেবনাথ

বৈধব্যের উঠোন : রৌদ্র আসে না
ঘরে ধুলো-বালি-আবর্জনা জমে
আনাচে-কানাচে আবছায়া রাত…

ওর কত বয়েস ? নাকে প্যাঁটা,
ফুলকুঁড়ি… অত ছোট্ট গলায়
মালা পরবে কেন ও ? আত্মঘাতী ?
সমাজ এক বদ্ধ ঘর-
আলো-বাতাস কিছুই পৌঁছয় না সেখানে !

বৈধব্যের উঠোন : উনি এলেন
মুঠোভর্তি আলো নিয়ে। কিছু তার
ভাগ করে দিলেন ফুলকুঁড়িদের,
বারান্দায়-বারান্দায় বিছিয়ে দিলেন আর
আদর্শলিপি, বর্ণপরিচয়-এর রোদ…

সমাজ এক বদ্ধ ঘর। আলো-বাাতাস
কিছুই ঢোকে না সেখানে। জানালা খুলে
হাতে ঝাড়ু নিলেন তিনি ওই, মেথর-
আবর্জনা-জঞ্জাল, মশা-মাছি
সাফ্‌ করেই ছাড়বেন সব !
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা