দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা | এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
ফুঁ দিয়ে উড়াওসোহেল হাসান গালিব
পৃথিবীতে একবার মরে গিয়ে তবে কতবার
ফিরে আসা যায়—একবার দগ্ধ হয়ে ‘দাহ চাই’
‘জ্বলো শিখা’—বলে এই দেহ—অহমিকা—কত ছোঁবে
শপথনামায়—শেষমেশ চলে যেতে হবে জানি
সাপের ফণার ’পরে হেঁটে হেঁটে—পদ্ম নয় কোনো
পঙ্ক ঘেঁটে পেতে হবে শুধু ক’ ফোঁটা পানীয় জল—
সেই মধু জীবনের—তারা-মোছা দিগন্তের নিচে
নৈশব্দচূড়ায় জোনাকির ঢল—সেই মহানাট্য—
তবু এই ভগ্ন করপুট—দিনের গলন্ত সোনা—
ডালিম-রসের রঙে লুট কোনো এক নিশ্চেতনা—
যা ছিল অকাট্য—ধ্রুব—শান্ত—স্থির—যে দেখে নি চোখে
সূর্যগ্রহণের মতো অকাল-তিমির—তারও বুকে
ঝরে পড়া প্রতিশ্রুতি—পথে তার মাইল-ফলক—
কত সংখ্যাত্রুটি—যাকে ঢেকে রেখেছে অলকতৃণ—
সেইখানে কোনোদিনও এসে দাঁড়াবে কি মুখোমুখি—
বলে দিতে : হৃদয় আশলে এক নিভন্ত তারার
ভস্মলেশ—যদি কিছু তার কুড়িয়েই পাও—বেশ—
ফুঁ দিয়ে উড়াও তাকে তুমি—পারো যেভাবে ফুরাও…