দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা | এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
জারজ সন্তানমাসুদ পথিক
তথাপি প্রিয়সীর কান্না পকেটে নিয়ে ঘরে ফিরে আসি
কান্না’কে ‘শেষের কবিতা’র ভেতর ভাঁজ করে রেখে
চান ঘরে যাই
ধুয়ে ফেলি শরীরে স্মৃতির নদীটির জল, আর ছলছল ঢেউ
দাঁড়াই আয়নার সামনে,
আয়না বলে উঠলো, কান্না তোর কে হয়?
আমি হতভম্ব, তবুও বলি, কান্না আমাদের সন্তান।
খুব মমতায় ‘শেষের কবিতা’ হাতে নিই, ভাঁজ খুলতেই কান্না বলে উঠে,
মা কি আর কখনো ফিরে আসবে না বাবা?
আমি কিছু না-বলে চোখ লুকাই দুহাতে,
তা দেখে নিয়ে আয়না মুচকি হেসে উঠে। কেবলি। কেবলি।