দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা | এপ্রিল সংখ্যা, ২০২০
আগামী সংখ্যা : জুলাই, ২০২০
বাঁচাও নিজের দেশপুষ্পিতা চট্টোপাধ্যায়
বেরিয়ো না কেউ ঘরেই সবাই থাকো
বাজারে দোকানে আত্মঘাতীর ভিড়
শেষ হয়ে গেলে লকডাউনের সাঁকো
রসনাতৃপ্তি পরে হবে বাঙালির ।
বেরিয়ো না কেউ সব্বাই থেকো ঘরে
এ দুঃসময় আমরা করব পার
মরবার আগে প্রতিদিন যারা মরে
তাদেরও যে আছে বাঁচবার অধিকার।
যাও ঘরে যাও মুহূর্ত দেরি নয়
শত্রুর হানা দু চোখে যায় না দেখা
এ যুদ্ধে জেনো আমাদেরই হবে জয়
আমরাই পারি এঁকে দিতে সীমারেখা।
যুদ্ধ চলছে বিশ্ব জুড়েই শোক
মৃত্যুমিছিলে প্রিয় মুখগুলো একা
যুদ্ধ কে চায়, কে চায় এমন হোক ?
মৃত্যুর শেষে যায় না যে মুখ দেখা!
কে নেবে খবর গণকবরের কাছে ?
কে গিয়ে বলবে তুমি কি আমার কেউ?
অথচ ওখানে কারো পিতামাতা আছে
মৃত সন্তানও নাড়িতে জাগায় ঢেউ ।
অজানা শত্রু কভিড নাইনটিন
করোনা নামক ভাইরাসে জাগে ত্রাশ
করাল থাবায় প্রতিক্ষণ প্রতিদিন
দেশে ও বিদেশে ঘনায় সর্বনাশ।
অতএব হও স্বেচ্ছাবন্দী সব
রাষ্ট্র নেতারা বিধান দিয়েছে বেশ
ঘরে বসে হোক বাঁচানোর উৎসব
নিজে বাঁচো আর বাঁচাও নিজের দেশ।।