তিরতির কাপছে রুদ্রদীপ
মানিক বৈরাগী

বাসন্তীর বেখাপ্পা আঁচলের আঁচড়ে ভেঙেছে চশমা
কাঁচের উপর মেঘ এঁকেছে কুয়াশার আল্পনা
ফ্রেমের ইস্ক্রু আর খুঁজে পাওয়া গেলোনা

বেহায়া সময়ের অশ্লীল ব্যবস্থাপনাকে থাবড়ানো বাতাসি আজ ধর্মঘট করছে
কুয়াশার সৃষ্টিশীলতাকে আঁকবে বলে,ফেরানো তো গেলোনা জলকন্যাদের

জ্যোতির্বিজ্ঞানীরা বলছে বিস্তৃতি বাড়ছে আকাশের
পোশাকিভদ্রতায় বলছেনা কেউ বলেনা পাল্লা দিয়ে বাড়ছে মনের দুরত্ব

ম্যারাথন দৌড়ে পাহাড়ের চুড়োয় বুদ্ধ ক্যাংএ ভান্তের ধ্যান ভেঙ্গেছো বজ্রযানী
আশীর্বাদ আদায়ের আশ্রয়ে কেঁপেছিলে মেঘরাগের নিনাদে
পদার্থবিজ্ঞানের বিপরীত তত্ত্বের মতো দুরত্বের পরিধি বাড়ছে ক্যাঙের খুপরিতে

মনের ভেতর জমে থাকা কুসংস্কারের ভয়ে তুমি ক্রমাগত আড়ষ্ট হচ্ছিলে বরফের মতো
ধীরে ধীরে উষ্ণ আদ্রতায় গলছে বসন্তের হৃদয়, তিরতির কাপছে রুদ্রদীপ
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা