প্রতিশ্রুতি
শেলী সেনগুপ্তা

কথাটা যেভাবে বলা দরকার
হয়নি বলা,
মনে করো
এই মাত্র কিছু নিরবতা পাঠালে
যার বিষন্ন অনুবাদের অর্থ দাঁড়ালো
এ শুধু মায়া–
শতবছরের ঘুম শেষে
যেন
না ভুলি তোমায়,

দুই পঙক্তি কবিতা পাঠালে
বুঝে নিলাম-
অবরুদ্ধ শহর এখন গাংচিল বিকেল
তুমিও একা পাখির জীবনে,

তাহলে শোনো-
আমাদের পরিযায়ী জীবন
বাবুইএর শিল্প নয়,
তাতে কী?
নিরবতা এবং কবিতা যেদিন বাঙময় হবে
আমরাও খুঁজে নেবো নীড়
নৈঃশব্দের পাঁজরে,

নিশ্বাসের মতো বিশ্বাসও
প্রতিশ্রুতির ভারবাহী…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2025 অপারবাংলা