উপলব্ধি
অনিন্দ্য শহর

আছিস কেমন দু-পেয়েরা,
লাগছে কেমন বল?
ঘরে কেন রে সন্টুমনা,
বেরিয়ে পড়ি চল…!?

বুঝছি এবার,ভয় ঢুকেছে
এই বুঝি পাস অক্কা,
পেটের ভেতর সেঁধিয়ে গ্যাছে
তামাম নিনাদ-ঢক্কা…!

সভ্য যে তুই, অঙ্গ ঢেকে
ব্যস্ত ছিলিস রঙ্গে,
করোনা জুজু ছড়ালো এবার
বার্লিন থেকে বঙ্গে…!

এত্তো মুখোশ পরলি ব্যাটা,
এবার তো বোঝ ঠ্যালা,
মুখোশ এখন ম্যান্ডেটারি,
স্যানিটাইজার চ্যালা…

টাকার গুমোর?সোনা গয়না?
চব্যচোষ্য খাওয়া?
হঠাৎ করেই দ্যাখ্ না কেমন
এক নিমেষে হাওয়া!

খুব যে ভেবে বসেই ছিলি
পৃথিবীটা তোর বাপের,
প্রকৃতি এবার ঘোর কলিতে
হিসেব নিচ্ছে পাপের…

টুপি পরানোর খেলায় মেতে
ভাবছিলি কি ফূর্তি!
আয়নাতে দ্যাখ মুখটা এবার?
আহা কি করুণ মূর্তি!

কোনটা যে তোর থাকবে স্থাবর
কোনটা যে অস্থাবর,
কে হবি কার শ্মশান বন্ধু
কে কার দিবি কবর!

বুঝলি এবার কেমন মজা,
এই দুনিয়ার খেল্?
পাড়ার নেড়ি পাশ করেছে
তুই তো ডাহা ফেল!

হারিয়ে যাওয়া চডুই পাখি
দেখতে এলো মজা,
ওদের সঙ্গে পাল্লা দেওয়া
মোটেও তো নয় সোজা…

এবার বুঝি টের পাচ্ছিস
বন জ্বালানোর ফল?
টিকটিকিটাও শক্তিশালী,
তুই শালা দূর্বল…!

বাঘ সিংহ হস্তী ঘোড়ার
মস্তি জমে ক্ষীর,
তোর বাড়িটাই চিড়িয়াখানা,
বাইরে ওদের ভিড়!

রাগ হচ্ছে?হাঁফ ধরছে?
কার কি বা যায় আসে,
দ্যাখ্ না কেমন ডাকছে কোকিল
তোর বাড়িটার পাশে…!

আকাশ কেমন নীল হয়েছে,
বাতাস কেমন তাজা,
বুঝলি এবার? এই দুনিয়ায়
একজনও নেই রাজা…

মন্ত্রী উজির সান্ত্রী সেপাই
কাঁপছে থরথর…
আল্লা বাঁচাও,খ্রীষ্ট বাঁচাও,
ঠাকুর রক্ষা করো!

ওসব ছেড়ে,’ভুল করেছি’,
এইটুকু তো বল,
চাইতে ক্ষমা কাটা গাছটার
পায়ের কাছে চল………
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা