সুখের দিন কি শেষ, দেশ আজ অসুখে অচল বাসা খোঁজে ডানাভাঙা পরিযায়ী পাখিদের দল নুন ভাত জুটে যেত প্রতিদিন উদয়াস্ত খেটে আজ পালানোর পালা দীর্ঘ পথ উদয়াস্ত হেঁটে কোথায় পালাবে বলো, দিকে দিকে মড়কের হানা কে বা বাঁচে কে বা মরে সবকিছু আজ তো অজানা তবু হাঁটছি দিন কাটছি কেটে বসছে বুকে বড় ভয় হাতের বাইরে সব? হাতে আর আছে কি সময়! তবুও উড়তে চাইছে অসহায় পরিযায়ী পাখি দলবদ্ধ যাত্রাপথ, মৃত্যুপথে সকলে একাকী
আজকে সমাজ উজাড় করছে যেই রোগ এড়িয়ে চলছি প্রিয়জনদেরও সংযোগ এভাবে কীভাবে বাঁচে বলো সভ্যতা আমাদের যত অস্ত্র সকলই ভোঁতা কঠিন যুদ্ধ, কী করে মানুষ জেতে হায় আমরা কি তবে অসহায়! এত অসহায়! ক্ষমতা নিয়ে কি করেছি বড্ড গর্ব তারই পরিণামে আজ দলে দলে মরব! বিজ্ঞান, সে কি মানবে এসব কথা রে তবুও আমরা ডুবছি অকূল পাথারে আকুল চিন্তা, কীভাবে পাব যে উদ্ধার আমার অস্ত্রে শাণানো যাবে কি খুব ধার মানুষ রে, তোর গর্বের শোধ কী দিবি হাতে হাত রেখে আয় রে বাঁচাই পৃথিবী…
আমার এদেশ নেবে কি আঁধার মেনে আলো কি জ্বলবে মোমবাতি হ্যারিকেনে! নিয়তি কি দিলো শেষের শুরুর নিদান মানুষ মরছে, টর্চের আলো বিধান! আরোগ্য হোক, এটাই তো শুভকামনা শাসক, তুমি তো জনগণমনে নামো না দ্যাখো হে সেখানে কত ভয় কত ক্রোধ কিছুই বোঝো না, তুমি এত নির্বোধ! তুমি তো শুধুই অমানবতার পূজারী কী সে প্রার্থনা? এ দেশ হোক গে উজাড়ই? বানে ভেসে যাক, ভেসে যাক এ স্বদেশ তো সে যে হতে চায় জগৎসভায় শ্রেষ্ঠ! কী হবে জ্বালিয়ে হ্যারিকেন মোমবাতি ঘর তো আঁধার, আলো খুঁজে পথ হাঁটি এস সাথী আজ, বাঁচাই মানবজাতি..