কেন লিখি এই লেখা—
সবুজ ঢেউখেলানো সীমানা ছাড়িয়ে
আমার পূর্বপুরুষ—পূর্বের কাব্যসুজন
নাম বন্দেগি—চাইলেও ভুলিতে পারিনা
কি করে আলাদা জ্ঞান, কাব্যভাষা ধোয় জলে?
নিচুভূমি এই—জলের আস্তর যেন মাটির ভূষণ
জ্ঞানের আখর—উর্বর কথার চাষ, শব্দভূমি
আমি মাথা ঠেকাই—ও, সে আর তুমি মিলে।
জ্ঞান নিরঞ্জন—নিরাকার ও সাকার
কোন গাছে বসিলো পাখি—কী-বা আসে যায়
পঞ্চাশ অক্ষরের ভাষা—তুমি কি দিলা দিশা
আমি যে আমাকে বুঝিনা সঠিক!
কী দূর্বলতাহেতু স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ
জ্ঞানের বাতাসে খাবি খায়,
পরম শ্রোতা যদি হতে পারি অথবা দেখনেঅলা
ভাষাকুড়ুনির ঝাড়ু দিয়ে তবে
আত্মার বেহতর জাদুভাষ কি কুড়ানো যেত!
বাহ অসাধারণ
ধন্যবাদ কবি😍