মাহফুজা অনন্যা
শিফন ওড়নায় প্যাঁচানো নোনা নারীটি আয়নার সামনে গিয়ে নিজেকে মিলিয়ে নেয়
সবুজ শাড়ির আড়ালে স্লিভলেস ব্লাউজের নিচে জোছনাজ্বলা নাভিতে আর একবার চোখ বুলিয়ে নিশ্চিত হয় এই পৃথিবীর এক নিঃসঙ্গ নারী সে।
আয়নার পিছন থেকে উজ্জ্বল আলোর মতো যাকে দেখা যায় সে ‘রোদ’ তার ছায়াসঙ্গী
সেও রোজ অনুভব করে নোনা নারীর প্রগাঢ় বেদনা
অধিকার হারানো এই শহরেই ঘন হয়ে শীত নামে,
উদাসী নিদাঘে বাসি হয় চাঁদহীন রাত, মেয়োনেজে মাখানো স্ন্যাক্স
পৌষের মতো শীতল একাকী নারীর মন খোলে না ভীষণ সন্ধ্যায়
যার শরীর থেকে ঘ্রাণ আসে নোনামাটির
যার শরীর ছুঁয়ে ছেনে গড়া যায় একটি নিজস্ব অবয়ব
ভেঙে-গড়ে, আবার ভেঙে… পেরুনো যায় সাঁকো, অবনমিত থাকা যায়
বহযুগের পুরনো মন্দিরে যেভাবে মাথা নু’য়ে পড়ে থাকা যায় যুগযুগ
শরীরের উঁচুনিচু টিলার নিচে চুপটি করে বসে থাকে এক ফিঙেপাখি, যার গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় প্রেমিক ‘রোদ’ এক নিগূঢ় ভাস্কর…।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন