aparbangla-editorial-edition-26

সম্পাদকীয়

বাতাসে এখন শিউলি নয় বারুদের গন্ধ। চারপাশে শুধু ধ্বংস আর মৃত্যুর গন্ধ। নীল আকাশে ভেসে আসেনি সাদা মেঘের পাল তোলা নৌকা, এবছর আকাশ এখনও ধুসর আর তাতে বজ্রগর্ভ কালো মেঘের চোখরাঙানি। তবু ক্যালেন্ডার আর পঞ্জিকার হুকুম মেনে পুজো এসে গেল।

বাঙালির প্রাণের উৎসব, মনের উৎসব দুর্গা পুজো আসলে জীবনের উদযাপন। মৃত্যু আর ধ্বংসের মধ্যে বসেও জীবনের স্তুতি গাইতে হয়, সেটাই জীবনের দাবি। তাই শুধু বাংলা তথা ভারতে নয়, পৃথিবীর যত দেশে বাঙালি বাস করে, উৎসবকে বরণ করে নিতে সকলেই শেষমুহূর্তের প্রস্তুতিপর্ব সেরে নিচ্ছে দ্রুতগতিতে। দুর্গাপুজো আমাদের স্মৃতিতে এক পাঁচমেশালি গন্ধের অনুভূতি। তাতে আছে ভোরের হিমে ভেজা শিউলিফুলের তরতাজা গন্ধ, ধূপধুনোর সঙ্গে মেশানো গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডালের তৈরির ভোগের খিচুড়ির সুঘ্রাণ, রান্নাঘর থেকে ভেসে আসা নারকেল নাড়ুর লোভনীয় গন্ধ, নতুন জামাকাপড় আর তার সঙ্গে জড়িয়ে থাকা পুজোমন্ডপে জমে ওঠা মুচমুচে প্রেমের সুবাস। এইসব কিছুর সঙ্গে মাখামাখি হয়ে রয়েছে নতুন বইয়ের পাতার গন্ধ। শারদসাহিত্য ছাড়া বাঙালীর পুজোর আয়োজন অসম্পূর্ণ।

বাংলায় শারদীয় পত্রিকা প্রকাশকে ঘিরে উন্মাদনা নজর কাড়ার মতো। লেখক, সম্পাদক, প্রকাশক সকলেই তাদের সেরাটা দিয়ে সাজিয়ে তুলতে চায় শারদ-অর্ঘ্য। প্রচুর পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার প্রচ্ছদ, লেখকসূচী এবং  বর্ণময় বিষয়সূচীতে প্রতিটি পত্রিকাই অনন্য। বাংলা থেকে বহুদূরে থেকেও এই আনন্দযজ্ঞে প্রতিবছরের মতো এবারেও সামিল “অপারবাংলা”। বিষয়সূচীর চমৎকারিত্বে, লেখকসূচীর আভিজাত্যে এবারেও সে পাঠকের মনে জিতে নিতে তৈরি হয়েছে।

সব মিলিয়ে প্রায় একশোটা লেখা এবারের শারদীয়া অপারবাংলাতে। কাবেরী গোস্বামীর সাথে জয় গোস্বামীর আড্ডা শারদীয়ার সুর বেঁধে দিয়েছে। পড়ুন এই আড্ডা, বিনোদন বিভাগে। চারটে উপন্যাসিকা, ২৩ টা ছোট/বড় গল্প, ১৯ টা কবিতা, ১৫ টা অণুগল্প, ৬ টা রম্য/মুক্তগদ্য/ফীচার, ৭ টা প্রবন্ধ, কিছু অনুবাদ, ভ্রমণ, রান্নাঘর, ফিল্ম রিভিউ  ইত্যাদিতে ঠাসা এবারের শারদীয়া অপারবাংলা। ফীচার বিভাগে সুরবেক বিশ্বাস এর “মাওবাদী থেকে মুজাহিদ” তে পাবেন অনেক অজানা তথ্য, যা আপনার কিছু চিরাচরিত ধারণা ভেঙে দেবে। প্রিয়ব্রত দত্তর বিনোদন বিভাগে  ধারাবাহিক “ষ্টুডিও পাড়া ” তে জানতে পারবেন অনেক নেপথ্য ঘটনা বলিউড এর সুপার ষ্টার দের। সব গল্প গুলো অসাধারণ। কিন্তু আলাদা ভাবে বলতেই হয় তসলিমা নাসরিন এর লেখা “দেরাদুনের প্রেম” এর কথা। এ মুহূর্তের বাংলা সাহিত্য এর নক্ষত্র খচিত লেখক দের সম্ভার আবার আপনাদের কাছে সম্পূর্ণ নিখরচা তে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত।

শুভ শারদীয়া র প্রীতি ও শুভেচ্ছা রইলো আপনি এবং আপনার পরিবারকে।

আনন্দ হোক!

শুভ নাথ
সম্পাদক
অপারবাংলা ত্রৈমাসিক বাংলা সাহিত্য পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *