এক শহরে এক জোকার থাকত। সে প্রতিদিন নতুন নতুন পোশাক পরে সকলকে চমকে দিত। বিপুল হাততালি পেত। এইভাবে মাসেরপর মাস বছরের পর বছর সে নতুন পোশাক পরতে পরতে একদিন বুঝল তার সবরকমের পোশাক পরা হয়ে গেছে। আর কিছু বাকিনেই। কিন্তু লোকে তা শুনবে কেন? তাদের দাবী মেটাতেই হবে, জোকার দেখল তার আর পিছনে ফেরার কোনও উপায় নেই। পাবলিকডিমান্ড তাকে মেটাতেই হবে, হাততালিও পেতে হবে। সে সারারাত ভাবল, এবং পরদিন সকালে সম্পূর্ণ উলঙ্গ হয়ে হাঁটতে থাকল।স্বাভাবিকভাবেই তার খুব লজ্জা করছিল।
সকলে বলল “এটা কী!”
জোকার বলল, “এটা আমার সবথেকে প্রিয় ও মূল্যবান পোশাক কিন্তু এতদিন কাউকে দেখানো হয়নি।”
সবাই বলল, “এই পোশাক তো আমাদেরও রয়েছে।”
জোকার খুব বিস্মিত হয়ে বলল, ‘রয়েছে! তাহলে সেই মূল্যবান পোশাক দেখাচ্ছেন না কেন?”
সকলেই যারপরনাই আহ্লাদিত হয়ে যে যার নিজের পোশাক দেখাতে বিবস্ত্র হয়ে গেল। জোকার মিটিমিটি হাসল, ভাবল যে দেশে সবাইউলঙ্গ সেখানে আর কে কাকে কী বলবে!!