poem-aamader-ekta-jibon আমাদের একটা জীবন রুদ্রশংকর আমাদের একটা জীবন এ’ জীবন জলের ধারা কখনও হোঁচট লাগে কখনও রাস্তা খোলা আমাদের একটা জীবন না-পাওয়া থাক না কিছু, কিছু থাক আকাশ জুড়ে এক প্রেম উদাস করুক এক প্রেম নামুক ঘরে আমাদের একটা জীবন কারা তার খবর রাখে! প্রতিদিন মন-ভিখারির মরা মন যাচ্ছে উড়ে আমাদের একটা জীবন এ’ জীবন মেঘমালা চায় না হলে সূর্য উঠুক, হার-জিত বসুক হাতে আর কিছু নাই বা হল এ’ জীবন টগবগে হোক। এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন কবিতা এর সকল সংস্করণ পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০১৯ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জুলাই, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন অক্টোবর, ২০২০ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন জানুয়ারী, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন এপ্রিল, ২০২১ এর কবিতা পড়তে এখানে ক্লিক করুন
“আর কিছু নাই বা হল
এ জীবন টগবগে হোক”। দারুণ কবিতা।