poem-aamader-palak-sorir

আমাদের পালক-শরীর
জয়দীপ চক্রবর্তী

সব গোপন খসে পড়ল। আর অমনি আমি একছুটে
আড়াল বিসর্জন দিয়ে দাঁড়িয়ে পড়ি তোমার সম্মুখে…
তুমিও তখন খুব ভনিতাহীন, চোখদুটি মেলে
তাকিয়েছ পূর্ণ দৃষ্টিতে, যেখানে খানিক আগে
জন্মান্তর লেখা দুই খামে খসে পড়ল দু একটি পাখির পালক…

পাখির পালকও খুব ভারহীন, আলগা বাতাসে এই খাম
থেকে উড়ে এসে ঔদাসীন্যে ছুঁয়ে দিল বিপ্রতীপ খামের শরীর
তারপর আবারও একবার, অন্য হাওয়া তাকে তুলে নিয়ে
পৌঁছে দিল অন্য রঙে লিখে রাখা গোপন আশ্রয়ে…

আমিও তেমন কতো গোপন আশ্রয় ছুঁয়ে ছুঁয়ে অবশেষে
তোমার আশ্রয়ে। আমিও পালকের মতো ভারহীন। যে কোনও
রঙিন খামে অনায়াসে ভরে দিতে পারি আমাদের যাবতীয় চিঠিপত্রগুলি…

এখন হাওয়াই জানে শুধু,
আমাদের পালক-শরীর উড়িয়ে সে নিয়ে যাবে কোন অভিমুখে…

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *