আমার কবিতা পড়ে সকলেই মুগ্ধ হয়ে যাবে
এমন আশ্চর্য টোটকা কেউ আমাকে দেয়নি কখনও।
বরং আমার ইচ্ছার কথা শুনলে একটি চিতার সঙ্গে
একটি হরিণ শাবকের বন্ধুত্ব হতে পারে
কেউ কেউ এরকম বিশ্বাস করেছিল।
একটা কবিতা লিখতে হলে কি কি চাই কিছুই জানিনা।
একফালি রোদের সঙ্গে এক পশলা বৃষ্টির মিশেল
নাকি স্বাধীন একতারা হাতে বাউলের ঢেউ তোলা নাচ,
নাকি দূর থেকে কম চেনা স্নিগ্ধ হাতের মিষ্টি ইশারা,
ফর্মুলা পাইনি কিছু। প্রকৃতিতে এত সুর, এত দোল খাওয়া ডালপালা
কিসে যে যাদু আছে, কিসে যে নেই! এখনও বুঝিনা।
আমার কবিতা পড়লে অসময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি ঝরে পড়ে
এমন যে ভেবেছিল সে আমার কবিতা পড়েনা।