আমার মা, এক বেশুমার আকাশের ছবি
আমার মা, কোনো নির্জন দ্বীপের রানী
জন্ম নামের সিংহাসনে বসে মৃত্যুর মুকুট পরেন
গভীর নয়নে শাসন করেন স্বামী সন্তান সংসার
আমার মা, স্টেশন ছাড়ে যাওয়া ট্রেন
এয়ার্পোটের হু-হু-হু উড়াল অ্যারোপ্লেন
ডকইয়ার্ডে মাস্তুল তুলে দেওয়া জাহাজ
জলের হুইসিল এবং রবি ঠাকুরের গান
কোথাও সঙ্গে যাইনি-
সবখানে তাকে কেবল বিদায় জানিয়েছি
পৃথিবীর যত পথ, মাটি, জল ও আকাশ
প্রত্যেককে সঙ্গে দিয়ে দিয়েছি, যেতেও চেয়েছি
মা সাথে নেননি। নিঃসীম আলোর পথ ধরে
একা একা চলে গেলেন হাত নাড়াতে নাড়াতে