এই যে কাশের বন, দূর থেকে কী গভীর ঘন মনে হয়
এই যে দূরের মাঠ, নদীতীর—কী দারুণ রৌদ্রক্রীড়া দেখি
এভাবে জলের সাথে আকাশের হয়ে ওঠে গভীর প্রণয়
আর আমি একা একা সুবোধ বালক যেন পড়ন্ত সাবেকি।
ছায়ার আঁচলে ঢেকে নিমগ্ন পথিক আমি খুঁজি বালুচর
হারানো শৈশব যদি ফিরে পাই এই লোভে টিপেটিপে হাঁটি
ফেলে আসি ছেঁড়ে আসি পুকুরের ঘাট আর সিগ্ধ বাড়িঘর
এখনো স্মৃতির ঘুণ কুরে খায় নিকানো উঠোন পরিপাটি।