অশালীন
হিন্দোল ভট্টাচার্য
এখনই প্রেমের কথা বলো তবে, ভাঙা দেওয়ালের
ভিতরে, বাইরে থেকে চোখে পড়ে ধুলো জমে গেছে
এ বাড়ি পরিত্যক্ত, গোপন যা-কিছু, তাকে রহস্যই বলি
যেকোনও রাস্তার আছে অনন্ত দিগন্ত, তবু যাওয়া কি সহজ?
জীবন,ঝগড়ার মতো অশালীন,অনিবার্য মুখর শহরে
তোমাকে সন্দেহ করি, তুমিও কি আমাকেই ভাবোনি কবর?
এখনই প্রেমের কথা বলো তবে, জন্ম যদি অশুভ প্রহরে
ঘাড় ধাক্কা দিয়ে যাওয়া অপমানে অপমানে কাটাকুটি খেলা
ক্যামেরা, বহিরাগত, দেখে তার মুখে কার ছায়া পড়ে আছে…
আমার শহরে আর আমাকে চাওয়ার মতো জন্মদিন নেই
ঘরে ঘরে বেজে উঠছে বিপদসংকেত, দূরে বর্গী এসে গেল
অসমাপ্ত শস্যখেতে আগুন ধরিয়ে কারা বৃন্দাবন যায়?
ভয়, প্রতিশোধ চায়, আমারই আয়নায় সেও ভেঙে ফেলে কাকে?
আমি দরজা বন্ধ করি, দরজাও আমায় আরো বন্ধ করে রাখে
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন