অদৃশ্য বৃত্ত
জীবন রায়
চোখে চোখ রাখা এত সহজ নয়
হাতে হাত রাখতে গেলে
অনেক দ্বিধা কাজ করে,
মনের কথাগুলো না বলা থেকে যায়
মিলনের সুর পায় না দোসর,
ঠোঁটে ঠোঁট রাখা সবসময় সামাজিক নয়,
গোলাপ ডালের ডগায় ফোটে
নাগালের বাইরে থাকে যায়,
যে চাঁদ ছুঁতে চাই সে আকাশের নয়
তবুও চাঁদের চেয়ে বহুদুরে,
আকাশেও আছে বৃত্ত প্রত্যেক পাখির
জন্য পৃথক সীমানা,
চোখের দৃষ্টি আর কতদুর যেতে পারে,
কতকিছু অদেখা থেকে যায়,
স্বপ্নেও থাকে কত যে নিষেধ বিধি,
কল্পনা আঁধারে ঘোরে দিশাহারা,
পথের ভিতরেও থাকে অনেক পথ
অদৃশ্য সমান্তরাল মেলে না গন্তব্য,
একই ঘরে বাস তবু বিস্তর ফারাক
দুরের তারা জালনায় উঁকি দেয়
হৃদয়ে হৃদয় বাজে না বীণা,
চোখে চোখ রাখা সহজ নয়
হাতে হাত রাখতে গেলে অনেক
দ্বিধা কাজ করে॥
জীবন রায়
চোখে চোখ রাখা এত সহজ নয়
হাতে হাত রাখতে গেলে
অনেক দ্বিধা কাজ করে,
মনের কথাগুলো না বলা থেকে যায়
মিলনের সুর পায় না দোসর,
ঠোঁটে ঠোঁট রাখা সবসময় সামাজিক নয়,
গোলাপ ডালের ডগায় ফোটে
নাগালের বাইরে থাকে যায়,
যে চাঁদ ছুঁতে চাই সে আকাশের নয়
তবুও চাঁদের চেয়ে বহুদুরে,
আকাশেও আছে বৃত্ত প্রত্যেক পাখির
জন্য পৃথক সীমানা,
চোখের দৃষ্টি আর কতদুর যেতে পারে,
কতকিছু অদেখা থেকে যায়,
স্বপ্নেও থাকে কত যে নিষেধ বিধি,
কল্পনা আঁধারে ঘোরে দিশাহারা,
পথের ভিতরেও থাকে অনেক পথ
অদৃশ্য সমান্তরাল মেলে না গন্তব্য,
একই ঘরে বাস তবু বিস্তর ফারাক
দুরের তারা জালনায় উঁকি দেয়
হৃদয়ে হৃদয় বাজে না বীণা,
চোখে চোখ রাখা সহজ নয়
হাতে হাত রাখতে গেলে অনেক
দ্বিধা কাজ করে॥
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন