poem-adrishya-jampui-kabyo

অদৃশ্য জম্পুই কাব্য
মাহফুজ রিপন


চোখ বুজলেই হারিয়ে যাই- জম্পুই পাহাড় টিলায়
মিজো মানুষের ভরাট অতিথি খাবারে বুবুক চুকাই।

মেঘের রহস্য, বুকের উঁচুতে রঙ ধরা কমলা বাগান
মনোহর কল্পনায় সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের সীমানায়।

দেও-নদের জলে চোখ ভেজালে ঘুম চলে যায় যদি
তবে চলো- কাঞ্চনপুর থেকে হিলে যাওয়ার রাস্তায়।

ত্রিপুরা দেহ ভূস্বর্গে লুটায় মনটা আমার জম্পুই পাহাড়
অদৃশ্য কাব্যে বাঁধা পড়ে আছি- কাঁটা তারের বেড়ায়।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *