poem-agni-joler-chithi

অগ্নিজলের চিঠি
নুরুন্নাহার শিরীন


অনেক জমেছে জলভার।
কতটা কালের কাটাকুটি অসহ্য হার মানা হার।
অগত্যা দোহাই দিয়েই পার সে আরেক পরাজয়।
তখন আগুনে দিনকাল লোকজন কী ভুলেছে জয়?
নিয়তি হিসেবে মেনে নেওয়া কপাল স্তব্ধতার।
তো কালের নৈরাজ্য ভেঙে লিপিকা কে লেখে আর?
অথচ আঙুল কার এইটুকুই লিখতে চেয়ে জেরবার।
আমরা অপার হতে চেয়ে তো সকল ভেঙে ছারখার।
সকলই তাঁরই ইচ্ছে জপমালা ছাড়া নেই কিছু আর।
অথচ আমরা আজ বইছি দুঃখজঞ্জাল লিপিকার।
তো বাইরে অপেক্ষমান আমাদের অলিখিত মহাকাল।
তারই জন্য আজ আগুনভাসা নদীর জল লাল।
তারই জন্য চলো আজই ফেরাই ভাগ্যের দিগন্তরেখা।
যেখানে আকাশছোঁয়া আলোজলে নতুনকে দেখা।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *