একটা মোমবাতি আত্মনিমগ্ন হয়ে জলের ভেতর জ্বলে যাচ্ছে
সে যতটুকু পারে ততটুকু অন্ধকার শুষে নিচ্ছে।
অন্ধকার শুষে নিলে আলোর জন্ম হয়।
যেভাবে মাতৃগর্ভের শিশু মায়ের নিঃশ্বাস শুষে নিয়ে-
বড় হয়ে ওঠে।
আমার একটা অন্ধকার মোমবাতি আছে
মোমবাতিটি আলোর মাঝে জ্বেলে দিলে-
অন্ধকার ঘনিয়ে আসে।
অনেকেই আমার মোমবাতির নাম দিয়েছে ধর্ম
কেউ দিয়েছে কবিতা
আবার কেউ বলেছে, ‘দূর হ হতছাড়া’।