poem-angikaar

অঙ্গীকার
রুদ্রশংকর 

 

১ 

তোমার চোখে সূর্য, 

তোমার ঠোঁটে আগুন… 

 

আমি ছাই হয়ে যাই 

কিন্তু আমার অন্ধকার থেকে 

জন্ম নেয় জোনাকি। 

 

২ 

বৃষ্টি নামে না, 

শুধু তোমার গলায় 

মেঘ জমে… 

আমি স্রোত হয়ে ভাসি 

আর স্বপ্নেরা ফিসফাস করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *