poem-arongdholai

আড়ংধোলাই
গোলাম কিবরিয়া পিনু


কিছু লোক গোসল না করেই থাকছে!
ময়লা ঘাটাঘাটি করে
    আবর্জনার স্তূপে ডুবে গিয়ে–উঠার পরও,
       গোসল করছে না!

জঞ্জালের সাথে ডাস্টবিনে চলে যাওয়ার পরও
    কোনো ভাবান্তর নেই!
ছাইগাদার ভেতর থাকার পরও
       কোনো ¯ স্নায়ুচাপ নেই!

প্রাতঃস্নান তো নেই–
হাত ও মুখও ধোয় না!
   জলে গা ভেজানো স্বভাব নেই!
গাত্রপ্রক্ষালন করে–
    সূর্যস্নান করবে–তা তো দূরের কথা!

কাছে থাকা নদীর কাছেও যাচ্ছে না,
    ঝর্নার জলের কাছেও না!
টিউবওয়েলের হাতলে চাপ দিয়ে
ক’মগ জল নিয়েও গোসল করছে না!
সমুদ্রের জলে ডুব দিয়ে–গা ধুয়ে নেবে
সেই দৃঢ়তাও নেই!

তারা গোসল না করে থাকছে!
   তাদের গা থেকে–দুর্গন্ধ বের হচ্ছে,
মানুষ তা বুঝতে পারছে!
   এদের নিয়ে তো থাকা যাচ্ছে না!
চমরী গরুর চামড়া দিয়ে ঢেকে রাখছে নিজেকে
নয়ানজুলি এখন তাদের ঠিকানা!
   আপাদমস্তক ময়লায় ঢেকে আছে!
গা ঘিনঘিন করছে–
    নাক সিঁটকানোর পরও,
তারা নিজে পরিষ্কার না হলে–
মানুষই আড়ংধোলাই করবে–
    প্রয়োজনে পেট্রোলওয়াশ।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *