সব ব্যস্ততা একদিন অর্থহীন হয়ে যাবে
জোনাকি দলের মিছিল হবে পূর্ণিমায়…
সব আনন্দ একদিন বিসর্জন দিতে হবে
শুধুই থেকে যাবে মানবিক বোধ…।
আঁধারে নিরূপণ হবে বিরহের জঞ্জাল
আত্মজ যত আকাঙ্ক্ষা,
সবগুলো কষ্ট একদিন আলিঙ্গন করবে
গগনচারী গাঙচিলের ডানায়…
সব পাওয়া গুলো না পাওয়া বিলীন হবে
তিলে তিলে আত্মস্থ প্রেম কাব্যে,
বাস্তবতার করাল গ্রাসে শেষ হবে জীবন,
সেদিন হয়তো আমি থাকবো না।
আমাদের কাছাকাছি থাকার কোন গল্প নেই
তোমার উপেক্ষায় নৈঃশব্দ্যের শরীরে ঠাঁই করেছে স্তব্ধতা।
সময় অসময় শকুনের দৃষ্টি সুখ লোটে
কাছাকাছি নেই তবুও রয়ে গেছি নিয়মমাফিক পাশাপাশি।
আর যা বলা গেল না
তা লিখে গেলাম–
অসমাপ্ত ইশতেহারে।