poem-asmaran

অস্মরণ…
সুদীপ্তা চট্টোপাধ্যায়


স্মৃতি যেন এক আত্মপ্রবঞ্চক। কিংবা
অন্ধকারের প্ররোচনায় হঠাৎ জ্বলে ওঠা জোনাকী।
যেমন জলের নিথর বুকে তরঙ্গ তুলে উড়ে যায় মাছরাঙা পাখী
বিস্মরনেও ঢেউ তোলে সেই অলীক খোয়াবনামা!
গোধূলীর অসামান্য রং, আলোময জ্যোৎস্নায়
পাতার কিনারে জমে ওঠা সেই অলৌকিক
বেহিসেবি মুহূর্তগল্পরা ছায়া

মরু অধরে ওষ্ঠতৃষ্ণার মরিচিকা!
কতবার ফিরতে চেয়েছি তার মুখোমুখি!

আন্তঃসম্পর্কহীন যাপনে ডুবতে-ডুবতে
যতবার অসহনশীল হয়েছে দৃষ্টির ভঙ্গীমা
ভুলের চাহনিতে তোমাকেই খুঁজেছি
ওগো অস্মরণ …

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *