poem-atarkitey

অতর্কিতে
কমলেশ কুমার


চৈত্রমেঘের দুপুর ছিল নীরব পাখির শ্লোক
হাতের মুঠোয় সন্ধে নেমে মুছিয়ে দিত চোখ
বকুলফুলের আলিঙ্গনে প্রাচীনকালের ডানায়
ডিপ্রেশনের বসন্তদিন হাজার শামিয়ানায় —
কাটত, এবং জ্বলত জীবন, পাশ ফিরে ঠিক শুতো
শরীরজুড়ে পুড়ত আগুন, চমকাতো বিদ্যুৎও
সেসব আদর ছায়ার মতো আগলে রাখে তিল
ইটের আঘাত যেমন ভাবে সহ্য করেও ঝিল —
দাঁড়িয়ে থাকে বৃদ্ধসুলভ নিজের পাশেই ঘোরে
সমস্ত রাত একলা জেগে নিঃশব্দেই পোড়ে
ঠিক তেমনই ফুরোই আমি, তোমার কাছে হারি
ধ্বংসাবশেষ থাকল পড়ে, মেঘলা বালিয়াড়ি
উন্মনা শীত, গোধূলি শোক, সামলে নিয়ে থেকো
অতর্কিতে কান্না পেলে, কান্না পেলেই, ডেকো…
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *