আয়না আর হ্যাংওভার
জয়দীপ লাহিড়ী

সুন্দরীদের হাততালিতে তোমার ফ্যানবেস উপচে পরে, ইনবক্সে অনেক স্বপ্নের খাজুরাহো,
সকালে দায়িত্ববান নাগরিক আলোচনায় , তোমার সিগারেটের ধোঁয়া হরিবোলের শবদেহ!
সকাল সন্ধ্যে ব্যবচ্ছেদ করো তুমি, সমালোচনায় দেশপ্রেম,
রাতের বেলায় নাইটক্লাবে তুমি, কালো সাদা রঙ্গিন ফ্রেম!
ঘরের ডালে স্বাদ কমে গেছে, পরের শালে কামাতুর উষ্ণতা,
চোঁয়া ঢেকুরে ভরে গেছে পেট, শীৎকারে সাইলেন্সারের কোমলতা!
আয়নাতে কালো কাঁচের ফিল্ম তোমার, কালো চশমাতে শকুনের নজর ,
তুমি আছো পেজ থ্রি হয়ে, এটাই আজকাল বিশেষ খবর।

মনে আছে তোর একসাথে হেঁটেছিলাম অনেকটা পথ, বুকভরা আগুনের আঁচ
দিনবদলের শ্রেণীবিন্যাস ঠোঁটে, হাঁটার তালে চেনা কুচকাওয়াজ।
অনেক লেখা দেয়ালজুড়ে, অনেক তুলি আবার টর্চের মুখে একসাথে,
আদমশুমারির পাঁজরে আমাদের প্রতিবাদ ছিল, তৃপ্তি গরম ফ্যানভাতে!
দিন বদলায়, কাজ বদলায়, বদলেছে শিরদাঁড়া! বড় অচল খবর হয়ে বাঁচি
ভালো আছিস তুই , খবরের শিরোনামে ! এখন ধুলোবালি আর অ্যালার্জির হাঁচি।

কাল রাতে হ্যাংওভারে সেই বিরক্তিকর খোঁচা দাড়ি, এসিটাও খারাপ
ধুস সবদিকে আমাকেই দেখতে হবে, আর সবাই নবাবের বাপ!
ব্রাশ করতে গিয়ে খানিকটা রক্ত বেড়িয়ে এলো, আয়নাতে নেই কালো কাঁচ!
পেজ থ্রি হারিয়ে গেছে, ওদিকের দেয়ালে ক্ষয়ে যাওয়া কঙ্কাল নাচ।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Copyright © 2023 অপারবাংলা