poem-basanta-prithibi

বসন্তপৃথিবী
সৈয়দ হাসমত জালাল

আশ্চর্য রঙিন হয়ে উঠছে বসন্তপৃথিবী

এসো প্রেম, তোমার জন্যেই আসন পাতা হচ্ছে ঘাসে ও ধুলোয়
হৃৎপদ্মে ও মৃত সব সম্পর্কের স্তব্ধতার পাশে,
এসো গান, দক্ষিণ পবনে কান পেতে আছে সহস্র জন্মের বিরহ আর বুকের গভীরে যত রক্তক্ষরণের দিন,
এসো রাত্রি, চাঁদের আলো, দূর করো মর্মতলের নিঃশব্দ শোক
            আর অলক্ষ্য অন্ধকার

দূরে সমুদ্রগর্জনের মতো সমারোহ
সেইখানে আমার না-থাকা জুড়ে ঘন হয়ে উঠছে
            শত-শতকের উৎসব
সময়ের নৃত্যে দুলছে রুদ্র সকাল, সোনার দ্যুতি ও বিচ্ছুরণ
উড়ছে ঘাগরা, আঁচল উড়ছে, খোলা চুল, ছিন্ন গুঞ্জামালা…

আমি হেঁটে যাচ্ছি এক ধূ-ধূ দিগন্তপথ ধরে
টের পাই, উড়ে যাচ্ছে ঝরাপাতাদের মৃদু ও শুকনো নিশ্বাস
কার সুদূর হাসিটি লেগে আছে তাতে
তারই প্রণয়ের রঙে একদিন এরকমই আশ্চর্য রঙিন
            হয়ে উঠেছিল বসন্তপৃথিবী

 
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

2 thoughts on “poem-basanta-prithibi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *