রাতের নদীতে কিছু শব্দ নিঃসঙ্গ বাতাসে পোড়ে,
মৃত ইলিশের বিষন্নতা ছুঁয়ে দেখে-
কিছু পোড় খাওয়া বাতাস
কে যেন ঘাসের আড়ালে কুসুম রেখে
লোবানের গন্ধে বুঁদ, আমার আকাশচারী চোখ
রাতকে জাগিয়ে দিয়ে বললো, কেমন আছেন?
ঝর্ণার আগল খুলে যে নদী ছেড়েছে ঘর
তারো তো বাসনা থাকে সমুদ্রে যাবার-
আমার তেমন কোনো বাসনা ছিল না,
বাসনা একটি অসুখের নাম।
খাম বদলে যায় মানুষের আঁজলা পেলে।
পথে যেতে যেতে কোনো কোনো নদী
পথ হারিয়ে একেলা হয়,
দুপাড়ের শব্দে জেগে থাকে বাঁচিবার অভিনয়।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
1 thought on “poem-basona”
ধন্যবাদ সম্পাদক মহোদয়, যত্নকরে কবিতাটি মুদ্রণ করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা অপার।
ধন্যবাদ সম্পাদক মহোদয়, যত্নকরে কবিতাটি মুদ্রণ করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা অপার।