আবার যে দেখা হবে, হবেই, এ আমি জানতাম
ফুরফুরে একটা বিশ্বাসের মতো এই জানা।
আলপথ দিয়ে আমি হেঁটে গেলে
আলপথই আলতো ঠিকানা…
নদীপথে যদি যাই সেও নদীর হাওয়াই মাখে…
আলোর সড়কে সেও পোড়ে
আমার সঙ্গেই পুড়ে যায়…
আকাঙ্ক্ষার ছাই হয়ে থাকে!
অন্যমনস্কের মতো আমি জানতাম—
দেখা হবে, ভালবাসা… দেখা হবে, ঘৃণা…
গাঢ় জানতাম আমি জ্ঞানীর মতন—
দেখা হলে দেখা হল,
দেখা না হলেও কিচ্ছু লুটিয়ে পড়ি না…
অপরাধী মনে এও জানতাম,
খেলাচ্ছলে তোমাকে হারিয়ে
ফেলেছি আমিই একদিন…
কখনও খুঁজিনি আর…
কিন্তু ফুরফুরে এই একটা বিশ্বাস—
বিচ্ছেদমাত্রেই ফের রোমাঞ্চকুয়াশা…
প্রয়োজন নেই কোনও ফুরিয়ে যাবার!