বিরহের কবিতা
অরুণিমা
১
আমার রক্ত ঝরা বকুল বিকেলে,
তুমি এসেছো সাজো সাজো রবে।
আমার একলা দুপুর সকাল রাতে,
পটভূমি তুমি আলো আঁধারি।
কত ব্যথায় আমি আকাশ হয়েছি
না বলা কথায় ভেঙেছি লিখেছি,
সুখেও পারি, সোহাগে এখনও ধরা পড়ি!
আগে বুঝিনি এমন করেও
এখনও আছি এক ফালি।
২
ভেবেছিলাম অনন্ত যদি হয় অপেক্ষা,
তবু পরোয়া নেই।
এই ক্ষনিকের পাওয়াটুকুই আগলে,
পাল তুলতে পারি নৌকার।
ভেসে যেতে পারি অজানায় আর
দুঃসাহসী ঢেউয়ের নিষেধ উপেক্ষায়।
সব ঝড় তো মনের আড়ালে
নিজের হাতের মুঠোয়, লাগাম নিয়ন্ত্রণে।
কেনো! যে বুঝিনি এই ঝড়েই
ঢেউ ভাঙবে পাড়ের সুখ,
আর আড়ালে পুড়বে জলের গভীরে
বুকের মাঝে বুক।
৩
এক্কেবারে খালি ছিলাম যখন
তখন ওঠেনি এমন ভরে
পাওয়ার পরে ফাঁকটুকু
গুমরে ওঠে যেমন করে।
হিয়ার মাঝে হারানো হলে
কেমন করে খোঁজ
কত অতলে ডুববো বলো
কারণ খুঁজতে রোজ?
অপেক্ষার অবসান
হয়েও যখন রয়
মাঝপথ কি ভুল হাঁটলাম
আর কি ফেরার নয়?
টুকরো সাড়া তবু বুনছে আকাশ
যদিও জমাট মেঘে ভরা
একটু আধটু বৃষ্টিওতো
নামছে দুচোখে ধারা।
ক্ষনে ক্ষনে রঙ দেখি
আসার নাকি যাওয়ার
আর কতটা ডুবলে বলো
বোঝাতে পারি, কতটা ইচ্ছে পাওয়ার।
৪
যদি ফিরবে বলো —
আমার জন্যে একটুকরো পাহাড় পাঠিও
ঝর্না তাতে থাকে যদি বেশ হয়
কেমন আছো, খবর নেবো।
যদি ভুলে যেতে চাও,
শেষবার –
একটুকরো পাহাড়ি কঠিন মন পাঠিও
ঝর্না যদি না থাকে তাতে তবেই ভাল
তোমার কঠিন পাহাড় বুকে ঝর্না হবো।
অরুণিমা
১
আমার রক্ত ঝরা বকুল বিকেলে,
তুমি এসেছো সাজো সাজো রবে।
আমার একলা দুপুর সকাল রাতে,
পটভূমি তুমি আলো আঁধারি।
কত ব্যথায় আমি আকাশ হয়েছি
না বলা কথায় ভেঙেছি লিখেছি,
সুখেও পারি, সোহাগে এখনও ধরা পড়ি!
আগে বুঝিনি এমন করেও
এখনও আছি এক ফালি।
২
ভেবেছিলাম অনন্ত যদি হয় অপেক্ষা,
তবু পরোয়া নেই।
এই ক্ষনিকের পাওয়াটুকুই আগলে,
পাল তুলতে পারি নৌকার।
ভেসে যেতে পারি অজানায় আর
দুঃসাহসী ঢেউয়ের নিষেধ উপেক্ষায়।
সব ঝড় তো মনের আড়ালে
নিজের হাতের মুঠোয়, লাগাম নিয়ন্ত্রণে।
কেনো! যে বুঝিনি এই ঝড়েই
ঢেউ ভাঙবে পাড়ের সুখ,
আর আড়ালে পুড়বে জলের গভীরে
বুকের মাঝে বুক।
৩
এক্কেবারে খালি ছিলাম যখন
তখন ওঠেনি এমন ভরে
পাওয়ার পরে ফাঁকটুকু
গুমরে ওঠে যেমন করে।
হিয়ার মাঝে হারানো হলে
কেমন করে খোঁজ
কত অতলে ডুববো বলো
কারণ খুঁজতে রোজ?
অপেক্ষার অবসান
হয়েও যখন রয়
মাঝপথ কি ভুল হাঁটলাম
আর কি ফেরার নয়?
টুকরো সাড়া তবু বুনছে আকাশ
যদিও জমাট মেঘে ভরা
একটু আধটু বৃষ্টিওতো
নামছে দুচোখে ধারা।
ক্ষনে ক্ষনে রঙ দেখি
আসার নাকি যাওয়ার
আর কতটা ডুবলে বলো
বোঝাতে পারি, কতটা ইচ্ছে পাওয়ার।
৪
যদি ফিরবে বলো —
আমার জন্যে একটুকরো পাহাড় পাঠিও
ঝর্না তাতে থাকে যদি বেশ হয়
কেমন আছো, খবর নেবো।
যদি ভুলে যেতে চাও,
শেষবার –
একটুকরো পাহাড়ি কঠিন মন পাঠিও
ঝর্না যদি না থাকে তাতে তবেই ভাল
তোমার কঠিন পাহাড় বুকে ঝর্না হবো।
এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন
“ক্ষনে ক্ষনে রঙ দেখি, আসার নাকি যাওয়ার,আর কতোটা ডুবলে বলো, বোঝাতে পারি,কতটা ইচ্ছে পাওয়ার,,”, ..…. ,,,,, আবার ও বারবার একই বলব মনটা কেমন যেন করে ওঠে, কত কিছুই না মনে পড়ে যায়, মন টা ভরে যায় রে তোর লেখা গুলো পড়ে, আবার অপেক্ষায় রইলাম