poem-bodher-osukh-hole

বোধের অসুখ হলে
বিমল গুহ

বোধের অসুখ হলে কালধর্ম অকার্যকর হয়ে পড়ে
মাথা তোলে বীতশোক
ক্ষীণ আয়ু বাযুমুখী হয়
মানুষের ভেদ-বোধ নূয়ে পড়ে ঘাসে
সবখানে নাকাড়া বাজায় ঝরাপাতা।

বোধের অসুখ হলে অসময়ে বারিপাত হয়
জলোচ্ছ্বাসে ভাসায় প্রান্তর
বৃক্ষরাও শীর্ণদ- তাকায় অম্বরে,
সবখানে আগাছা জন্মায়- দেখো
ভুতলে লুটিয়ে পড়ে বোধিবৃক্ষসারি
মানুষের ভেদবোধ লোপ পেলে
প্রকৃতিও হাসে।

এই পৃষ্ঠাটি লাইক এবং শেয়ার করতে নিচে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *