#
কে যে কাকে আবিষ্কার করে!
চোখ? নাকি দৃশ্য?
প্রজাপতি! না বসন্তের বাতাস?
আমার বিপরীতে তুমি থাকবে।
কবিতার উল্টোদিকে থাকবে —
ভাঙা ব্রিজ, অন্ধকার, একজন একা …
#
‘অসীম’ ‘অসীম’ বলে কেউ
ডাকছে কাউকে
সাড়া দিচ্ছে রাতের কোপাই
কঙ্কালী তলার বট
‘মা, মা গো’, বলে আছড়ে পড়া শব্দটা…
#
জিজ্ঞাসার মধ্যেই বইছে উত্তরের শিরশিরে বাতাস …
দীর্ঘ রাতের পরে ভোর হচ্ছে জীবনে
সোনাঝুরিবনে সহজগানের গূঢ় সম্ভবনা